১। শাহ গাজী(র:) ও শাহ্ কালু (র:) মাজার শরীফ।
যাতায়াত - চুনারুঘাট উপজেলা সদরের মধ্যবাজার গেইট থেকে সিএনজি/বাস/ম্যাক্সি/মটরসাইকেলযোগে আসামপাড়া বাজার হয়ে সিএনজি/রিক্সাযোগে মাজার শরীফে আসা যায়।
ভাড়ার হার- ৩০-৪৫ টাকা। (জনপ্রতি)
২। বাল্লা কাষ্টমস।
যাতায়াত - চুনারুঘাট উপজেলা সদরের মধ্যবাজার গেইট থেকে সিএনজি/বাস/ম্যাক্সি/মটরসাইকেলযোগে আসামপাড়া বাজার হয়ে সিএনজি/রিক্সাযোগে বাল্লা কাস্টমস্ আসা যায়।
ভাড়ার হার- ৩০-৪৫ টাকা। (জনপ্রতি)
৩। শহীদ মোঃ রমিজ উদ্দিন, বীর বিক্রম
শহীদ মোঃ রমিজ উদ্দিন, বীর বিক্রম। পিতা- মৃত কনা উল্লাহ, গ্রাম- জগন্নাথপুর, পোষ্ট- শায়েস্তাগঞ্জ, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ। জন্ম- ১৯৫০ সাল মৃত্যু- ০৩ আষাঢ় ১৩৭৮ বাংলা (১৯৭১ ইং) মোঃ রমিজ উদ্দিন মুজাহিদ বাহিনীর একজন সদস্য ছিলেন। তিনি বালুমারা নামক স্থানে সম্মূখ সমরে পাক হানাদার বাহিনীর সংগে অত্যন্ত সাহসিকতার সংগে যুদ্ধ করে ৩রা আষাঢ় ১৩৮৭ বাংলা (১৯৭১ ইং) শহীদ হন। এই মহান মুক্তিযোদ্ধাকে আমরা গভীর শ্রদ্ধার সংগে স্মরণ করি। তার বীরত্বগাথা ও আত্নদানের কথা চির অম্লান থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস